Logo

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৯

ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট শেষে এখন চলছে গণনার কাজ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময়ে নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পরিবেশ থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে সতর্ক অবস্থায়। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অযথা ভিড় এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 

এনএমএম/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর