Logo

ক্যাম্পাস

‘পরিকল্পিত প্রহসন’ বলে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮

‘পরিকল্পিত প্রহসন’ বলে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী

আবিদুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এর আগে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ডাকসু ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর