
ফাইল ছবি (সংগৃহীত)
কারচুপির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
সামাজিক মাধ্যমে উমামা ফাতেমা লেখেন, ‘ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। পাঁচই আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।’
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘শিবির পালিত প্রশাসন’ বলেও আখ্যায়িত করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আরেক পোস্টে উমামা লেখেন, ‘কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কী পরিমাণ বেঈমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।’
উল্লেখ্য, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।
এর আগে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর ভোট গ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়।
ডিআর/এমএইচএস