Logo

ক্যাম্পাস

মদিনা সনদ ইতিহাসের রোল মডেল : শায়খ আহমাদুল্লাহ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯

মদিনা সনদ ইতিহাসের রোল মডেল : শায়খ আহমাদুল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভিন্ন মত ও আদর্শের মানুষের সঙ্গে মিলেমিশে সমাজ গঠনের লক্ষ্যে মহানবী (সা.) প্রণীত মদিনা সনদ ইতিহাসে এক অনন্য রোল মডেল।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ‘সিরাতুন নবি (সা.) উপলক্ষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুলুল্লাহ (সা.) শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাত বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ইতিহাস জুড়ে মহানবীর চরিত্র ও আদর্শকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, যা এখনও দেশে-বিদেশে দেখা যায়।

তিনি আরও বলেন, ‘আজকের পৃথিবীতে মানবাধিকার, নারীর অধিকার ও মানবিকতার কথা বলা হয়; কিন্তু এর অনেকটাই ফ্যাশনের অংশ হয়ে গেছে। অথচ মহানবী (সা.) সেই সময়ই নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যখন কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়ার রীতি চালু ছিল।’

তিনি মনে করিয়ে দেন, মুসলমানদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো মহানবীর আদর্শ ও গুণাবলী অর্জন করা, কিন্তু তা এখনও পূর্ণভাবে সম্ভব হয়নি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবিতে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে গবেষণা হবে। সেই গবেষণার ফলাফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দূরের কিছু খুঁজে না বেড়িয়ে মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই সমস্যার সমাধান সম্ভব।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর