Logo

ক্যাম্পাস

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, ক্যাম্পাসে উৎসবের আমেজ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, ক্যাম্পাসে উৎসবের আমেজ

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস নারী) পদে ৬ জন এবং এজিএস (পুরুষ) পদে ১০ জন। এছাড়া শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা, পরিবেশ ও প্রযুক্তি-যোগাযোগসহ মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

ভোট হবে ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য, আনসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম। সব ভোটকেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়। ভোট গণনা করা হবে বিশেষ ওএমআর মেশিনে।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আরিফ উল্লাহ আদিব, শেখ সাদী হাসান, আরিফুজ্জামান উজ্জ্বল, আব্দুর রশিদ জিতু, সোহানুর রহমান, আব্দুল মান্নান, মাহফুজুল ইসলাম মেঘসহ মোট নয়জন। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাজহারুল ইসলাম, আবু রায়হান কবির রাসেল, তানজিলা হোসাইন বৈশাখীসহ নয়জন প্রার্থী।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা বলছেন, শুধু নেতৃত্ব বাছাই নয়, এ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন ও ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে উঠুক— এটাই তাদের প্রত্যাশা।

এদিকে, প্রগতিশীল শিক্ষার্থীদের সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা শেষ মুহূর্তে আদালতের রায়ে বাতিল হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে একাংশ শিক্ষার্থীর মধ্যে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন ও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন ওই প্যানেলের প্রার্থী ও সমর্থকরা।

অন্যদিকে, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটের সাফল্যের প্রভাব জাকসুতেও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের স্বার্থে কাজ করায় শিবির সমর্থিত প্রার্থীরা এবার বড় ধরনের সুবিধা পেতে পারেন।

৩৩ বছর পরের এই নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস। শিক্ষার্থীরা আশা করছেন, ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব উঠে আসবে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর