ওএমআর ব্যালটে ভোট দিচ্ছেন জাবি শিক্ষার্থীরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবার ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ব্যালটে। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের টিক চিহ্ন (✓) দিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
এবারের জাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২১ হাজার ৭৫৯ জন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। সার্বিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুবিধার্থে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব হলে। এর মধ্যে রয়েছে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল।
নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এনএমএম/এমবি