Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচনে প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫

জাকসু নির্বাচনে প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। তবে প্রথম ঘণ্টায় অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।

শহীদ রফিক জব্বার হল কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালটপেপারে স্বাক্ষর নিতে সময় লাগায় ভোট দিতে দেরি হয়েছে। প্রায় এক ঘণ্টায় এখানে মাত্র ১৩ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ৬৫০।

রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান ভূঞা বলেন, এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, শেষ মুহূর্ত পর্যন্ত ভোটাররা আসবেন।

শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ২৩টি। এখানে মোট ভোটার ২৯৯ জন। রিটার্নিং কর্মকর্তা এস এম মওদুদ আহমেদ জানান, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র পাঁচজন। তবে ধীরে ধীরে ভোটার বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে রয়েছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। ভোট গণনা হবে বিশেষ ওএমআর মেশিনে।

জাকসুর মোট প্রার্থীর ২৫ শতাংশ ছাত্রী, আর ৭৫ শতাংশ ছাত্র। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৫ জনের মধ্যে মাত্র দুইজন নারী। সব মিলিয়ে মেয়ে প্রার্থীর অংশগ্রহণ এবারও তুলনামূলকভাবে কম।

নির্বাচনে মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাম সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনসহ বিভিন্ন জোট রয়েছে।

কেন্দ্রে ধীরগতিতে ভোটার উপস্থিতি শুরু হলেও নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর