Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচনে ভোটারদের ‘অমোচনীয় কালি’ না দেওয়ার অভিযোগ

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯

জাকসু নির্বাচনে ভোটারদের ‘অমোচনীয় কালি’ না দেওয়ার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটের পর ভোটারদের অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের এজিএস প্রার্থী আল আমিন।

তৌহিদ সিয়াম জানান, অনেক ভোটার ভোট দেওয়ার পরও অমোচনীয় কালি দেওয়া হয়নি। পাশাপাশি ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারপত্র বিতরণের অভিযোগও এসেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের এজিএস প্রার্থী আল আমিন বলেন, ‘আমাদের হলে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলে কোনো মার্ক দেওয়া হয়নি, শুধু সই নেওয়া হয়েছে এবং ব্যালট পেপার দেওয়া হয়েছে।’

একাধিক ভোটারও এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। ইশতিয়াক নামের এক শিক্ষার্থী জানান, তিনি ভোট দিয়েছেন, কিন্তু অমোচনীয় কালি দেওয়া হয়নি।

অন্যদিকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে মার্কার সরবরাহ না হওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানিয়েছেন।

পরে সকাল ১০টার দিকে তৌহিদ সিয়াম নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর