Logo

ক্যাম্পাস

জাবি ১০ নম্বর হলে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে চলছে ভোটগ্রহণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

জাবি ১০ নম্বর হলে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে চলছে ভোটগ্রহণ

জাকসু নির্বাচনে ১০ নম্বর হলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারেই ভোটগ্রহণ চলছে। ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ১০ নম্বর হলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগ এবং ব্যালট বিলম্বে পৌঁছানোর কারণে ওই হলে ভোট শুরু হয় প্রায় এক ঘণ্টা দেরিতে।

সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। জেনারেটরের ব্যবস্থা না থাকায় ভোটগ্রহণকারী কর্মকর্তারা অন্ধকারে কাজ করতে বাধ্য হন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ‘বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে। ভেতরে যতজন ভোটার ঢুকেছেন, শুধুমাত্র তাদের ভোট নেওয়া হচ্ছে। বাকিদের বাইরে অপেক্ষা করতে বলা হয়েছে। আশা করছি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে।’

এই অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ১০ নম্বর হলে মোট ৫২২ জন শিক্ষার্থী ভোট দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে ২১টি হলে ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭৮২ জন ছাত্রী।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর