জাকসু নির্বাচনে কবি নজরুল হলে ব্যালটে ভুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩

ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল ধরা পড়েছে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার নিয়ম থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় মাত্র একজনকে ভোট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোটাররা ব্যালট হাতে পেয়ে এ অসঙ্গতি লক্ষ্য করেন।
এ বিষয়ে পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল জানান, ‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের জানানো হয়েছে যে তারা কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীর জন্য ভোট দিতে পারবেন।’
অন্যদিকে আরেক পোলিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘প্রতিটি ব্যালট সংশোধন করা হচ্ছে যাতে ভোট সঠিকভাবে প্রদান করা যায়।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পেছনের গেরুয়া ফটকে ‘বহিরাগত প্রবেশ নিষেধ’ লেখা ব্যানার টানানো হয়। এছাড়া বিভিন্ন ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। তবে গেরুয়া ফটক দিয়ে বহিরাগত প্রবেশের আশঙ্কা থাকায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।’
চলতি নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ১৭৭ এবং হল সংসদে ৪৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ এবং জিএস পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের পদ সংখ্যা ১৪ থেকে ২৫ করা হয়েছে, যার মধ্যে ছাত্রীদের জন্য সংরক্ষিত রয়েছে ৬টি পদ।
ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। ফলাফল তাৎক্ষণিকভাবে সিনেট হলে বড় স্ক্রিনে প্রদর্শন করা হবে এবং প্রতি ঘণ্টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আপডেট দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজেও ফলাফল ও নির্দেশনা প্রকাশ করা হবে।
এনএমএম/এমএইচএস