Logo

ক্যাম্পাস

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কুবির বিজয়-২৪ হলে হট্টগোল

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কুবির বিজয়-২৪ হলে হট্টগোল

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সংবাদ প্রকাশ’কে কেন্দ্র করে বিজয়-২৪ হলের ৩০৫ নম্বর কক্ষে শিক্ষার্থীদের সাথে সাংবাদিকের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত (১০ সেপ্টেম্বর) রাত পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিজয়-২৪ হলের ৩১২ নম্বর কক্ষে বিনা অনুমতিতে বহিরাগত নারী প্রবেশের অভিযোগ ওঠে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাসের বিরুদ্ধে। তবে অন্তু দাসের দাবি, ওই নারী তার খালা এবং সময় না পাওয়ায় হল প্রশাসনকে খালা আসার আগে অবগত করতে পারেননি। পরবর্তীতে সাংবাদিকরা আসার পর তিনি হল প্রশাসনকে বিষয়টি জানান।

উক্ত ঘটনায় সাংবাদিক বি. এম. ফয়সাল সংবাদ প্রকাশ করেন। সংবাদে অভিযোগ ওঠে যে বিনা অনুমতিতে ছবি তোলা হয়েছে। শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে রাত পৌনে বারোটার দিকে ওই সাংবাদিকের রুম (৩০৫ নম্বর) যান। তখন রুমের অন্যান্য শিক্ষার্থীরা বাধা দিলে হট্টগোল সৃষ্টি হয়।

পরবর্তীতে হলের প্রভোস্ট এবং হাউজ টিউটর এসে পরিস্থিতি শান্ত করেন এবং বৃহস্পতিবারের (১১ সেপ্টেম্বর) মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

অন্তু দাস বলেন, ‘গতকালের ইস্যু নিয়ে সংবাদটি প্রকাশ আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও মানহানিকর। প্রভোস্ট সমাধান করার পরও সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার খালার পরিবারের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্যসহ নিউজ প্রকাশ করেছেন, যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিউজটি দেখার পর ভিডিও বার্তার মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরেছি। বিষয়টি জানাজানি হলে গতরাতে হলের সিনিয়র, জুনিয়র ও ব্যাচমেটরা প্রতিবাদ জানায়। তবে প্রভোস্ট স্যার রাতে সমাধান দিতে না পারলেও আজ দুপুরে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।’

সাংবাদিক বি. এম. ফয়সাল বলেন, ‘গতকাল হলে বহিরাগত প্রবেশ নিয়ে আমি একটি সংবাদ প্রকাশ করি। যেহেতু হলে বহিরাগত প্রবেশের নিয়ম নেই৷ বহিরাগতরা একজন শিক্ষার্থীর আত্মীয় ছিল৷ এই সংবাদ প্রকাশের জেরে হলে অবস্থান করা একটি দল সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাকে মারতে আসে এবং আমরা রুমে এসে আমার উপর মব সৃষ্টির চেষ্টা চালায়৷ একই রুমের বাসিন্দা দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান ও খোলা কাগজের প্রতিনিধি হাসিবুল ইসলাম সবুজও আমাকে হেনস্তা করে। হেনস্তাকারীদের কয়েকজন আমাকে মেরে ফেলার জন্য নির্দেশ দিতে থাকে। এ নিয়ে আমি নিরাপত্তা শঙ্কায় আছি৷ আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতে গতকালের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ করবো।’

হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খাঁন বলেন, ‘হলের উদ্ভব পরিস্থিতি নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের কথাও শুনে সিদ্ধান্তে আসা হবে। হলের শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হলের মধ্যে একটি গেস্টরুমের ব্যবস্থা আগামী মাসের মধ্যে ইনশাআল্লাহ করা হবে। এরপরও কারো যদি সমস্যা থাকে, তবে প্রভোস্টের অনুমতি নিয়ে রুম ব্যবহার করতে পারবে।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর