Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ, প্রতিদ্বন্দ্বীরা ক্ষুব্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

জাকসু নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ, প্রতিদ্বন্দ্বীরা ক্ষুব্ধ

ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের কিছু প্রার্থী বিভিন্ন কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ভোটারদের লাইনে গিয়ে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

অন্যান্য প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহন করা প্রার্থীরা অভিযোগ করে বলছেন, এটা সরাসরি নির্বাচনী আচরণবিধির লংঘন। 

কেন্দ্রগুলোতে এই কারণে ভোটগ্রহণও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে অন্যান্য প্যানেলের প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই এই ধরনের আচরণে সতর্ক করেছে। তারা বলেছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থীকে ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার সুযোগ দেওয়া হবে না।

এদিকে ভোটগ্রহণ চলমান রয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর