জাকসু নির্বাচনে আটক ছাত্রদল নেতাকে ছেড়ে দিল প্রশাসন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

আটক ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান (ছাতা হাতে)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আটক হওয়া এক ছাত্রদল নেতাকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভোটগ্রহণ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক রেজাউল রকিব। আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরবর্তীতে পরিস্থিতি শান্ত রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রভোস্ট রেজাউল রকিব বাংলাদেশের খবরকে বলেন, ‘নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না করতে আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনী দিনে আচরণবিধি ভঙ্গ করে কেউ ক্যাম্পাসে অপ্রীতিকর কার্যক্রমে জড়ালে তাকে চিহ্নিত করে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএমএম/এমএইচএস