জাকসু নির্বাচনে বুথের দৃশ্য সরাসরি এলইডিতে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১
-68c28d82bc51d.jpg)
জাকসু নির্বাচনে বুথের দৃশ্য সরাসরি এলইডিতে প্রদর্শন। ছবি : বাংলাদেশের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আফম কামাল উদ্দিন হলের সামনে বসানো এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোটকেন্দ্রের ৩২টি বুথের ভেতরের দৃশ্য সরাসরি প্রদর্শন করা হচ্ছে।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এ ব্যবস্থার ফলে ভোটপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবার ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ব্যালটে। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের টিক চিহ্ন (✓) দিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
এবারের জাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২১ হাজার ৭৫৯ জন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। সার্বিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুবিধার্থে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব হলে। এর মধ্যে রয়েছে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল।
এনএমএম/এমবি