শিবিরের প্রার্থী মাজহারুলের অভিযোগ, ‘বাগছাস মব সৃষ্টি করে দায় চাপাচ্ছে’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬
-68c2a1f2867be.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বাগছাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভোট চলাকালীন তিনি জানান, নির্বাচনে বাধা সৃষ্টি করছে বাগছাস। মব সৃষ্টি করে তার দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে।
মাজহারুল দাবি করেন, জামাতের প্রতিষ্ঠানের মাধ্যমে ওএমআর মেশিন আনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ওই কোম্পানির সিইও বিএনপি-সমর্থিত, অথচ সেটিও শিবিরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তাজউদ্দীন হলে ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করেছে এবং সেখানে গিয়ে মব সৃষ্টি করেছে, কিন্তু দায় শিবিরের ওপর চাপানো হচ্ছে।
এর আগে দুপুরে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান তাজউদ্দীন হলের ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। ভোটাররা তাকে বাইরে আটকে রাখেন এবং ‘ভুয়া প্রার্থী’ উল্লেখ করে স্লোগান দেন। পরে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এবারের জাকসু নির্বাচনে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে ১১ হাজার ৭৪৭ জন ভোটার অংশগ্রহণ করবেন। মোট ১৭৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৪০টি ব্যালটে ভোট দিচ্ছেন, যা গণনা করা হবে বিশেষ ওএমআর মেশিনে।
ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী ও পুরুষ) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থীর ২৫ শতাংশ নারী হলেও ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই।
এবারের নির্বাচনে ছাত্রদল, বাম সংগঠন, শিবির ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এনএনএম/এআরএস