ছাত্রদলের জাকসু ভোট বর্জন : যা বললেন শিবির সমর্থিত জিএস প্রার্থী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭
-68c2a3fb6d7fa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানলের ভোট বর্জনের প্রতিক্রিয়ায় বলেছেন, প্রশাসন শিবিরকে সহযোগিতা করছে—এমন অভিযোগ অনভিপ্রেত।
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং তাদের রায় জানাচ্ছেন। ভোটের পরিবেশ স্বাভাবিক আছে।’
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, তারা জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। ছাত্রদলের অভিযোগ, ভোট চলাকালীন নানা অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন আর সুষ্ঠু ও নিরপেক্ষ থাকার সুযোগ নেই।
এনএনএম/এআরএস