Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচন : অনিয়মের অভিযোগ তুলে সরে দাড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

জাকসু নির্বাচন : অনিয়মের অভিযোগ তুলে সরে দাড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী তিন শিক্ষক। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বিকেল ৪টার কিছু আগে মওলানা ভাসানী হলের গেস্টরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

তিনি অভিযোগ করেন, শুরু থেকেই নির্বাচন ছিল সাজানো। ভোটার তালিকায় ছবি না থাকা, একই শিক্ষার্থীর একাধিকবার ভোট দেওয়া এবং ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

এছাড়া দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিয়ম অনুসরণ না করে জামায়াতের একটি কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। তার দাবি, শিবিরকে বিজয়ী করার নীলনকশার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগ করা হয়, ভোটের দিন ছাত্রদল প্যানেলের পোলিং এজেন্টদের যথাসময়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং প্রার্থীদের ভোটকেন্দ্র পরিদর্শনেও বাধা দেওয়া হয়। এসব কারণে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৭ জন ভোটার এবং ১৭৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে সর্বমোট ৪০টি ব্যালটে ভোট দিতে হচ্ছে।

এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’, পাশাপাশি আরও তিনটি স্বতন্ত্র প্যানেল।

এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর