পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে : শিবির সমর্থিত ভিপি প্রার্থী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮
---2025-09-11T173816-68c2b4ccdd158.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা ভোট বর্জন করেছে। আমাদের দাবি, নিয়মমাফিক গণনা ও ফল প্রকাশ করা হবে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘ক্যাম্পাসের চারপাশে ছাত্রদল ও যুবদল জড়ো হয়েছে এবং এ কারণে নাশকতার আশঙ্কা রয়েছে।’
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৯ জন প্রার্থী লড়েছেন।
নির্বাচনে ছাত্রদল, শিবির, বামপন্থী, স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নেয়। ছাত্রদল থেকে ভিপি ও জিএস পদে প্রার্থী ছিলেন শেখ সাদী হাসান ও তানজিলা হোসেন বৈশাখী। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরিফ উল্লাহ আদিব এবং জিএস পদে মাজহারুল ইসলাম।
জাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ভিপি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মাত্র দুই জন নারী। সবগুলো হল সংসদ মিলিয়ে প্রার্থীদের ২৪ দশমিক ৪ শতাংশ ছাত্রী হলেও ছাত্রী হলগুলোর পাঁচটিতে ১৫ পদে কোনো প্রার্থীই ছিল না।
- এনএমএম/এমআই