Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচন : ১০ হলে ভোট পড়েছে ৫৯.৭২ শতাংশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

জাকসু নির্বাচন : ১০ হলে ভোট পড়েছে ৫৯.৭২ শতাংশ

ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হলগুলোতে গড়ে প্রায় ৫৯ দশমিক ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোটগ্রহণ শেষে এ তথ্য পাওয়া গেছে।

প্রীতিলতা হলের ৩৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৪৬ জন, যা মোট ভোটারের ৬২ শতাংশ। জাহানারা ইমাম হলে ৩৬৭ জন ভোটারের মধ্যে ২৪২ জন ভোট দেন। কাস্টিং হার দাঁড়ায় ৬৬ শতাংশ। সুফিয়া কামাল হলে ৪৫৬ জন ভোটারের মধ্যে ২৪৬ জন ভোট দেন। ভোটগ্রহণের হার ৫৪ শতাংশ। তারামন হলে ৯৮৯ জন ভোটারের মধ্যে ৫৯৫ জন ভোট দেন। ভোট কাস্টিং হার আনুমানিক ৬০ দশমিক ৫০ শতাংশ। ফজিলাতুন্নেছা হলে মোট ভোটার ৮০৩ জন। এর মধ্যে ভোট দেন ৪৮৯ জন।

কাস্টিং হার ৬১ শতাংশ।রোকেয়া হলে ৯৬০ জন ভোটারের মধ্যে ৬৫০ জন ভোট দেন। কাস্টিং হার দাঁড়ায় ৬৭ দশমিক ৭০ শতাংশ। শেখ হাসিনা হলে ৫৩২ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৭৯ জন। কাস্টিং হার ৫২ শতাংশ। ১৩ নম্বর হলে (পূর্বের শেখ হাসিনা হল) ৫১৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৯২ জন। কাস্টিং হার ৫৬ শতাংশ। বেগম খালেদা জিয়া হলে ৪০৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৪৯ জন। কাস্টিং হার ৬১ শতাংশ।নওয়াব ফয়জুন্নেসা হলে মোট ভোটার ২৮০ জন। এর মধ্যে ভোট দেন ১৩৭ জন। ভোটগ্রহণের হার ৫৭ শতাংশ।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন চলাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন আর সুষ্ঠু ও নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে দাবি করেছে ছাত্রদল। 

এদিন বিকেলে (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী তিন শিক্ষক। 

ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ আদিব সাংবাদিকদের অভিযোগ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে। ক্যাম্পাসের চারপাশে ছাত্রদল ও যুবদল জড়ো হয়েছে এবং এ কারণে নাশকতার আশঙ্কা রয়েছে।’

  • এআরএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর