জাকসু নির্বাচন : খালেদা জিয়া ও শেখ হাসিনা হলে ভোট পড়ল কত শতাংশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মেয়েদের দুটি গুরুত্বপূর্ণ হলে ভোটের হার তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে ছিল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে খালেদা জিয়া হলে ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ, আর শেখ হাসিনা হলে ভোট পড়েছে ৫২ শতাংশ।
খালেদা জিয়া হলে মোট ভোটার ছিলেন ৪০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৪৯ জন শিক্ষার্থী। অন্যদিকে শেখ হাসিনা হলে ভোটার ছিলেন ৫৩২ জন; ভোট কাস্ট হয়েছে ২৭৯টি।
এবারের জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১০টি মেয়েদের হলে গড়ে ভোট পড়েছে ৫৯.৭২ শতাংশ। এর মধ্যে রোকেয়া হলে ভোটের হার সর্বোচ্চ ৬৭.৭০ শতাংশ, আর শেখ হাসিনা হলে সর্বনিম্ন ৫২ শতাংশ।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১, ৮০৫ জন। এর মধ্যে নির্বাচনে ২১ হলে ভোট পড়েছে ৮,০১৬টি। সেই হিসাবে গড় ভোটের হার ৬৭.৯ শতাংশ।
এনএমএম/এএ