শুক্রবার দুপুরের মধ্যে জানা যাবে জাকসু নির্বাচনের ফল : সদস্য সচিব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭

ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে এবং ফলাফল আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে প্রকাশিত হতে পারে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৭ জন এবং বিভিন্ন পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি প্যানেল। উল্লেখযোগ্য প্যানেলগুলো হলো ছাত্রদল, বামপন্থী, ইসলামী ছাত্রশিবির, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন ও ‘সম্প্রীতির ঐক্য’। ভোটারদের জন্য মোট ৪০টি ব্যালটে ভোট দেওয়া হয়েছে।
ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত ‘সংশপ্তক পর্যদে’ প্যানেলসহ বিভিন্ন পদে নারী প্রার্থীর সংখ্যা সীমিত থাকলেও মোট প্রার্থীর ২৪.৪ শতাংশই ছাত্রী।
- এনএমএম/এমআই