জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে হঠাৎ মিছিল বের করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল এই মিছিল বের করে।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১, ৮০৫ জন। এর মধ্যে নির্বাচনে ২১ হলে ভোট পড়েছে ৮,০১৬টি। সেই হিসাবে গড় ভোটের হার ৬৭.৯ শতাংশ।