নোবিপ্রবিতে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪১

ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মিট দ্যা এইচআর’ শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেনো শুধু পাঠ্যপুস্তকনির্ভর না থেকে হাতে–কলমে শিখতে পারে, সে জন্যই নিয়মিত আমরা সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করছি। বছরের শেষ দিকে একটি বৃহৎ জব ফেয়ার আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীরা যদি চাকরিদাতাদের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারে তবে তারা সহজেই সাফল্য অর্জন করবে। তিনি সফট স্কিল উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।’
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। কী–নোট উপস্থাপন করেন বিডিজবস ডটকম লিমিটেডের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ।
এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন আমান বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহনাজউদ্দিন রুপম, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআরএম) মো. জুবায়ের হোসেন এবং নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আব্দুল্লাহ আল-নাঈম/এএ