Logo

ক্যাম্পাস

ভোট গণনার মধ্যে জাবি ফটকে রাতভর শিবির সমর্থকদের অবস্থান

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫

ভোট গণনার মধ্যে জাবি ফটকে রাতভর শিবির সমর্থকদের অবস্থান

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন গেটে অবস্থান নেন ইসলামী ছাত্রশিবিরের সমর্থকরা। একই সময়ে প্রধান ফটকে অবস্থান নিতে দেখা গেছে জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইনকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে প্রধান ফটকে আসেন মাওলানা আফজাল হোসাইন। তার সঙ্গে আরও ১৫-২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকেই আজকের নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন খোঁজখবর নিতে এসেছি।’

তবে কিছুক্ষণ পরই তিনি মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন। তার নেতাকর্মীদের অনেকে সেখানে অবস্থান করতে থাকেন।

এদিকে ভোট গণনার সময় রাতভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে শিবির সমর্থকরা অবস্থান নেন। রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ঘুরে দেখা যায়, ডেইরি গেটে প্রায় ২০০, প্রান্তিক গেটে প্রায় ২০০ এবং বিশমাইল গেটে শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

ডেইরি গেটে অপেক্ষারত অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রশিবির ভালো করে, তাহলে সারা দেশেই আলোড়ন তৈরি হবে। সেই উৎসাহেই আমরা এখানে ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

একই স্থানে থাকা মাসুদুর রহমান বলেন, ‘ছাত্রশিবির শিক্ষাঙ্গনের নেতৃত্বে এলে ভালো হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই আমরা এখানে আছি।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমি বিষয়টি জানি না। সিকিউরিটি টিমকে জানিয়েছি, তারা দেখছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট অনিয়মের অভিযোগ তুলে বিকেল ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে নতুন করে জাকসু নির্বাচনের দাবি জানিয়েছে।

এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম জানিয়েছেন, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর