Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচনে এখনো চলছে ভোট গণনা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১

জাকসু নির্বাচনে এখনো চলছে ভোট গণনা

ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও সিনেট ভবনে গণনার কাজ অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে সারা রাতব্যাপী ভোট গণনা চলে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, আজ দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। তবে ভোটগ্রহণ শেষে সারিতে থাকা শিক্ষার্থীরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এরপর ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয়। রাত সোয়া ১০টার দিকে শুরু হয় গণনা।

এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরও চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। প্যানেলগুলো হলো— ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এ দাবিতে যুক্ত হয়েছেন।

প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা নতুন করে জাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর