Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি সিনেট ভবনে দায়িত্ব পালন করতে আসেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। শুক্রবার সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘রাতে সবাই ক্লান্ত থাকায় এবং পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হলের সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে তিনি পড়ে যান। দ্রুত অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানতে পেরেছি, তিনি ইতোমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। 

তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর শোক নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এমএএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর