এভাবে গণনা করতে গেলে আরও তিন দিন লাগতে পারে : রিটার্নিং কর্মকর্তা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯
---2025-09-12T180124-68c40d7b9d14c.jpg)
ছবি : সংগৃহীত
ম্যানুয়াল গণনায় ফলাফল জানতে আরও তিন দিন লাগবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ফজিলাতুন্নেছা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক দেরি হওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে রাত ১০টা থেকে গণনা শুরু হলেও শুক্রবার দুপুর গড়ালেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফজিলাতুন্নেছা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার অভিযোগ করেন, ‘ওএমআর থাকার পরও ম্যানুয়াল গণনা প্রশাসনের চরম অব্যবস্থাপনা। এভাবে ফলাফল করতে গেলে আরও তিন দিন লাগবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে ব্যবহার উপযোগী ওএমআর মেশিন কেনা হলেও শেষ মুহূর্তে তা বাতিল করে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত নেয়ায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে।’
তিনি আরও বলেন, ‘সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন। সুলতানা আক্তার দাবি করেন, সময়মতো ফল ঘোষণা করা হলে এ মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।’
জানা গেছে, ১৮টি হলের ফলাফল গণনা শেষ হলেও এখনো ২১ হলের কেন্দ্রীয় সংসদের ভোটের বাক্স খোলেনি নির্বাচন কমিশন। ফলে প্রায় ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অনিশ্চয়তায় রয়েছে নির্বাচনের ফলাফল।
এদিকে ভোটের দায়িত্ব পালনের সময় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মারা যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষক মহলে। অসুস্থতার কথা বলার পরও তাকে গার্ড দিয়ে ডেকে আনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সহকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে ক্ষতিপূরণের দাবি জানান।
গণনা প্রক্রিয়ায় ধীরগতির কারণে আরও কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন অধ্যাপক সুলতানা আক্তার। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এদিকে প্রক্টর জাকির আহমেদ জানিয়েছেন, ওএমআর বাতিল করায় ম্যানুয়াল গণনা চলছে, যার কারণে সময় বেশি লাগছে।
এবারের নির্বাচনে ১১ হাজার ৮৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নানা অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
ফলাফল ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিনেট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
- এমআই