Logo

ক্যাম্পাস

সাময়িক স্থগিতের পর ফের শুরু জাকসুর ভোট গণনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪

সাময়িক স্থগিতের পর ফের শুরু জাকসুর ভোট গণনা

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ বন্ধের পর তা আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের সদস্য এবং কতিপয় প্রার্থীদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতেই এ বৈঠক হয় বলে জানা যায়।

একই সাথে ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা হবে বলেও জানিয়ে তিনি বলেন, জনবল বাড়িয়ে আজকের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। 

তারও আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পদ্ধতি বিষয়ে অর্থাৎ ওএমআরে গণনা হবে কি না-এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। ২০টি হলের ভোট গণনা শেষে এ সিদ্ধান্ত নেয় কমিশন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর