Logo

ক্যাম্পাস

জাবিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিক্ষোভ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

জাবিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করে প্যানেলটি।

এ সময় বক্তারা বলেন, বিএনপিপন্থি শিক্ষক মাফরুহীর পদত্যাগ অযৌক্তিক। ভোট গণনা চলাকালীন সময়ে কমিশনের কোনো সদস্যের পদত্যাগ করা উচিত হয়নি।

বিক্ষোভে ‘এক দুই তিন চার, জাকসু মোদের অধিকার’, ‘চলবে না চলবে না, জাকসু নিয়ে ষড়যন্ত্র’ ইত্যাদি স্লোগান শোনা যায়।

প্যানেলের ভিপি ও জিএস পদপ্রার্থীরা উপস্থিত থাকলেও তারা কোনো বক্তব্য দেননি। 

এসময় এজিএস পদপ্রার্থী ফেরদৌস আল হাসান বলেন, নির্বাচন শেষ হওয়ার ৩০ ঘণ্টা পরও কমিশন ফলাফল প্রকাশ করতে পারেনি। এখন একজন কমিশনার পদত্যাগ করলে সেটার দায় তাকেই নিতে হবে। যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো তিনি পদত্যাগ করেছেন। এ পদত্যাগ নির্বাচন বানচালের হীন ষড়যন্ত্রের অংশ। আমরা এর প্রতিবাদ জানাই।

আমানুল্লাহ খান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর