Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচন : ১৫ হলের ভোট গণনা শেষ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫

জাকসু নির্বাচন : ১৫ হলের ভোট গণনা শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ধারণা করা হচ্ছে, দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ। আশা করছি, বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হয়ে যাবে।

জানা গেছে, ভোট গণনায় ব্যবহৃত ওএমআর মেশিন নিয়ে কয়েকটি প্যানেল আপত্তি তোলে। ফলে ভোট গণনা করা হচ্ছে সনাতন পদ্ধতিতে। অর্থাৎ হাতে টালি চিহ্ন দিয়ে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, শুক্রবার রাতেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তবে সময় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার ভাষায়, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। যারা গণনায় কাজ করছেন তাদের সংখ্যা সীমিত। চেষ্টা করছি লোকবল বাড়িয়ে দ্রুত ফল দেওয়ার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, হাতে টালি দিয়ে গণনা স্বচ্ছতা নিশ্চিত করে। কারণ প্রতিটি প্রার্থীর প্রতিনিধিরা উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করতে পারেন। কিন্তু এ কারণে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে।

জাকসু নির্বাচনের মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৭ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ প্রায় ৭ হাজার ৯৪৭ জন ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে মোট পদ রয়েছে ২৫টি। আর প্রার্থী হয়েছেন ১৭৭ জন।

কেন্দ্রীয় সংসদে তিন পৃষ্ঠার ব্যালট পেপারে ২৫টি পদ ও প্রার্থীর নাম রয়েছে। প্রতিটি ব্যালট পেপার হাতে নিয়ে কর্মকর্তারা একটি নির্দিষ্ট পদের ভোট আলাদা করে ফেলেন। যেমন- ভিপি, জিএস বা এজিএস পদ।

গণনা প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার বলেন, কেন্দ্রীয় সংসদের ব্যালট তিন পৃষ্ঠার। প্রায় ৮ হাজার ভোট পড়লে শুধু কেন্দ্রীয় সংসদেই ২৪ হাজার কাউন্ট করতে হবে। তিন দিনেও এটি শেষ করা সম্ভব নয়।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর