ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

ড্যাফোডিল প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
-68c544f3ef760.jpg)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, পরিচিতি পর্ব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেবট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক আমির রাশেদ খান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট এফেয়ার্সের পরিচালক ইশতেকমাল হোসেইন এবং বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাইরা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে ৯ম শিতরউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশীপে ৭টি পদক জয়ী পাঁচ শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, স্পোগোমী ওয়ার্ল্ডকাপ বাংলাদেশ কোয়ালিফায়ার ইসিও ফাইটার, ১৬তম হেনরী ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় রানার আপ ড্যাফোডিল মুট কোর্টের সদস্যরা এবং উদ্যোক্তা শিক্ষার্থী তাসনিমুল হাসান রয়েছেন।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির শিক্ষার্থীদের একাডেমিক ও জীবনমুখী দিক-নির্দেশনা প্রদান করেন এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা কাজে লাগানোর গুরুত্ব স্মরণ করান।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, নবীন শিক্ষার্থীরা উদ্ভাবনী এবং নতুন অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি করবে। তবে তিনি নবীনদের পরামর্শ দেন, নিজেদের একজন মানবিক ও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে।
এমএইচএস