-68c633a410e25.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী সংসদ (জাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত ছাত্র জোট’। ২৫টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে ২০টি পদে জয়ী হয়েছে তারা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। তিনি ৩ হাজার ৯৩০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পান ১ হাজার ২৩৮ ভোট এবং ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পান ৯৪১ ভোট।
এজিএস (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান। তিনি ২ হাজার ৩৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এজিএস (নারী) পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা।
এছাড়া ছাত্রশিবিরের প্যানেল থেকে ২ হাজার ৪২৮ ভোট পেয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, ২ হাজার ৮১১ ভোট পেয়ে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, ১ হাজার ৯০৭ ভোট পেয়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম, ১ হাজার ৯৮৬ ভোট পেয়ে সহসাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ রায়হান উদ্দিন, ১ হাজার ৯২৯ ভোট পেয়ে নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, ২ হাজার ১০৫ ভোট পেয়ে সহক্রীড়া সম্পাদক পদে মো. মাহাদী হাসান, ১ হাজার ৯৭৬ ভোট পেয়ে সহক্রীড়া (নারী) সম্পাদক পদে ফারহানা আক্তার, ২ হাজার ৪৩৬ ভোট পেয়ে তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম, ২ হাজার ৪৪২ ভোট পেয়ে সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ) পদে তৌহিদ হাসান, ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে নিগার সুলতানা, ২ হাজার ৬৫৩ ভোট পেয়ে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে হুসনী মোবারক, ২ হাজার ৫৫৯ ভোট পেয়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর রহমান।
কার্যকরী সদস্য (নারী) পদে ৩ হাজার ১৪ ভোট পেয়ে নুসরাত জাহান ইমা, ২ হাজার ৪৭৫ ভোট পেয়ে ফাবলিহা জাহান নাজিয়া ও ২ হাজার ৭৫০ ভোট পেয়ে নাবিলা বিনতে হারুন জয়ী হয়েছেন।
একইসঙ্গে কার্যকরী সদস্য (পুরুষ) পদে ১ হাজার ৭৪৬ ভোট পেয়ে হাফেজ তারিকুল ইসলাম ও ১ হাজার ৮৫৪ ভোট পেয়ে মো. আবু তালহা জয়ী হয়েছেন।
এমবি