Logo

ক্যাম্পাস

বাকৃবি উপাচার্যের আশ্বাসে কেবি কলেজ শিক্ষকদের অনশন স্থগিত

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

বাকৃবি উপাচার্যের আশ্বাসে কেবি কলেজ শিক্ষকদের অনশন স্থগিত

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আশ্বাসে কেবি কলেজের শিক্ষকরা তাদের চলমান অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন কেবি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি।

তিনি জানান, উপাচার্য দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশ্বাসেই শনিবার সন্ধ্যায় অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর থেকে কলেজে বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক ক্ষতির আতঙ্ক, হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় এবং বহিরাগত-অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সঙ্গে একাত্ম হয়ে অনশনে যোগ দেন অন্যান্য শিক্ষকরা।

জয় মন্ডল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাকৃবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর