Logo

ক্যাম্পাস

ইবি ক্যাম্পাস গেটে শিক্ষার্থীকে মারধর, দোকানদারকে ক্ষমা করলেন ভুক্তভোগী

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০

ইবি ক্যাম্পাস গেটে শিক্ষার্থীকে মারধর, দোকানদারকে ক্ষমা করলেন ভুক্তভোগী

ছবি : বাংলাদেশের খবর

মোবাইলে টাকা ক্যাশআউট নিয়ে কথা কাটাকাটির জেরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ক্যাম্পাস সংলগ্ন স্থানীয় দোকানদার মিরাজুল ইসলামের বিরুদ্ধে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সপ্তডিঙ্গা স্টেশনারিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম খান।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বাজার মালিক সমিতি এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা করে আগামী সাত দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগী সেলিম খান বলেন, ‘সকালে ক্যাশআউটের জন্য গেলে তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সে আমার গায়ে হাত তোলে ও শার্ট ছিঁড়ে ফেলে। একজন স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে এই ধরনের ব্যবহার কাম্য নয়। তবে শিক্ষকরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট। দোকানদার আমার কাছে ক্ষমা চেয়েছে। তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি।’

দোকানদার মিরাজুল ইসলাম বলেন, ‘দোকান বন্ধের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট হইনি। তবে শিক্ষকরা বলার পর এই সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘দোকানদারের ভুলের কারণে এক সপ্তাহ দোকান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দোকানদার ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীও তাকে ক্ষমা করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাজার মালিক সমিতিকে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

শাহরীয়ার স্বাধীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর