চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ডাকসু ও জাকসুতে প্যানেল ঘোষণা করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্যানেল ঘোষণা করছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবে, বাঁধা নেই।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনূন।
তিনি বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনে যাচ্ছি না। তবে কেউ ব্যক্তিগতভাবে অংশ নিতে চাইলে নিতে পারবেন। নির্বাচনে না যাওয়ার কারণ পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।’
এদিকে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর বেলা ২টার দিকে সদলবলে ইসলামি ছাত্রশিবিরসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম কিনতে আসেন।
আব্দুল্লাহ আল নাঈম/এএ