Logo

ক্যাম্পাস

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শহিদ সোহরাওয়ার্দী হল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক ওরফে সাদেক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পাশাপাশি আবু আয়াজ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি খাগড়াছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক ক্লাবের (সিইউএডিসি) সহকারী অর্থ সম্পাদক হিসেবে কাজ করছেন।

তিনি ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখা থেকে পড়াশোনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন হলের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান দৃঢ় করতে প্রচারণা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে সোহরাওয়ার্দী হলে আবু আয়াজের প্রার্থীতা নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আব্দুল্লাহ আল নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর