Logo

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগকারীর আচরণ সন্দেহজনক : নির্বাচন কর্তৃপক্ষ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

ডাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগকারীর আচরণ সন্দেহজনক : নির্বাচন কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন  ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর সময় টিএসসি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন এক ছাত্রী ভোটার। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে ওই ছাত্রী ভোটকেন্দ্রে সন্দেহজনক আচরণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে এক ছাত্রী ভোট দিতে গিয়ে দাবি করেন তার ব্যালটে দুটি প্রার্থীর পক্ষে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। পরে কেন্দ্রের কর্মকর্তারা ব্যালটটি আলাদা করে সংরক্ষণ করে নতুন ব্যালট প্রদান করেন এবং তিনি পুনরায় ভোট দেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে উপস্থিত শিক্ষকদের বর্ণনাও কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে মিলে যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী ৪ বার বুথে প্রবেশ করেন—প্রথমবার ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে। এ সময় তিনি বুথে অবস্থান ছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় যুক্ত ছিলেন।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘ওই ছাত্রী ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। তবে তার বারবার বুথে প্রবেশ ও কথোপকথন আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

এমএমআই/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর