Logo

ক্যাম্পাস

জকসুর রোডম্যাপ ঘোষণা, ভোট ২৭ নভেম্বর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২

জকসুর রোডম্যাপ ঘোষণা, ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রক্রিয়া শুরু হবে। আর ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে ২৭ নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে কার্যক্রম শুরু হবে। ওই দিন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, মনোনয়ন জমা ও বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রচার কার্যক্রম সম্পন্ন হবে।

মূল ধাপগুলো হলো-
১ম দিন : জকসু নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু (প্রভিশনাল, বিধি এলে সে অনুযায়ী চূড়ান্ত হবে);

২য়-১০ম দিন : ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন;

১১তম দিন : জকসু নির্বাচন তফসিল ও আচরণবিধি ঘোষণা;

১৮তম দিন : খসড়া ভোটার তালিকা প্রস্তুত;

১৯তম দিন : ভোটার তালিকা প্রকাশ;

২৫তম দিন : ভোটার তালিকা সংশোধন;

২৮তম দিন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ;

৩৫তম দিন : মনোনয়ন জমাদান;

৩৭তম দিন : মনোনয়ন বাছাই;

৩৯তম দিন : আপত্তি নিষ্পত্তি;

৪০তম দিন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ;

৪৬তম দিন: নির্বাচনী প্রচার কার্যক্রম;

৪৮তম দিন: ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ।

এর আগে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে কর্মসূচি শুরু করেন শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পাঁচ নেতা। টানা ২৮ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করেন তারা।

এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) অনশনে অংশ নেওয়া পাঁচ নেতার মধ্যে দুই জন অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের স্যালাইন দেওয়া হয়। অনশনস্থলে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানান।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে; বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফেটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

জান্নাতুন নাইম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর