বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পের ১৪টি ভেড়া চুরি

জয় মন্ডল, বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
-68cbebffa408b.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে গবেষণা প্রকল্পের আওতাধীন খামার থেকে ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটের পাশে খামারে এই চুরির ঘটনা ঘটে। তবে ঠিক কোন সময়ে চুরি সংঘটিত হয়েছে তা এখনো জানা যায়নি।
গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, ‘দরপার ও গাড়ল জাতের ভেড়াগুলো চর ও হাওর এলাকায় সুপরিচিত। বর্তমানে তিনটি প্রজনন প্রকল্প এবং দুটি গবেষণা প্রকল্প চলছিল। প্রতিটি ভেড়ার ওজন প্রায় ৩০-৪০ কেজি। ১৪টি ভেড়া চুরি গেছে, মাত্র ২-৩টি ভেড়া অবশিষ্ট আছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধাক্কা।’ তিনি উল্লেখ করেন, এর আগে রেল দুর্ঘটনায় ২০টি ভেড়া মারা গিয়েছিল।
তিনি আরও বলেন, ‘আমি বহু পরিশ্রমে এই ‘নিউক্লিয়ার স্লট’ গড়ে তুলেছি, যার জন্য গোল্ড মেডেল অর্জন করেছি। ২০১১ সাল থেকে চলমান গবেষণায় এসব ভেড়া থেকে সিমেন কালেকশন করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ নিত। চুরির ফলে শুধুমাত্র আমার ব্যক্তিগত গবেষণা নয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণারও মারাত্মক ক্ষতি হয়েছে।’
বাকৃবি’র ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টার পর দায়িত্বপ্রাপ্ত দুই কর্মী খামার ত্যাগ করায় রাতের বেলায় খামারটি সম্পূর্ণ ফাঁকা ছিল। পরদিন সকালে নিরাপত্তাকর্মীরা দেখতে পান দরজার তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং শিগগিরই থানায় সাধারণ ডায়েরি করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, ‘কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করি এবং দায়ীদের শনাক্ত করি। বর্তমানে ঘটনার স্থান ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।’
এআরএস