বাংলাদেশকে পথ দেখায় ঢাবি, ঢাবিকে পথ দেখায় সাংবাদিক সমিতি : ভিপি সাদিক

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম বলেছেন, ‘বাংলাদেশকে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সমিতির সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব ভেঙে দিয়ে নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডাকসু নির্বাচনকে নিয়মিত করা হবে। একাডেমিক ক্যালেন্ডারের মতো ডাকসু নির্বাচনের জন্যও নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে।’
তিনি জানান, প্রতিবছর নির্বাচন আয়োজন করা হলে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ডাকসু সত্যিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপ নেবে। জুলাই অভ্যুত্থান ও সাম্প্রতিক নির্বাচনে সাংবাদিক সমিতির সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সহ-সভাপতি ফরহাদ ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালুর ঘোষণা দেন। ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, স্টাফদের প্রশিক্ষণ এবং ডাকসুর আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘কারও ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিভাজন নয়, বরং সবার অংশগ্রহণে কাজ করবে ডাকসু। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, ‘বর্তমানে ডাকসুর প্রতিনিধিরা সিনেটের সদস্য হলেও সিন্ডিকেটে নেই। অথচ সব সিদ্ধান্তই সিন্ডিকেট থেকে আসে। তাই সিন্ডিকেটে ডাকসু প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীদের স্বার্থ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে।’
এমএমআই/এএ