জবির সিএসই বিভাগ : চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বে এবার দায়িত্বে কোষাধ্যক্ষ

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩
-68cc23d51adb0.png)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীনকে নিযুক্ত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারা অনুযায়ী একাডেমিক ও শিক্ষার্থীদের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. সাবিনা শরমীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ আদেশ ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে সিএসই বিভাগের চেয়ারম্যান পদের মেয়াদ ২ সেপ্টেম্বর শেষ হওয়ার পর নতুন নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেয়। বিভাগের দুই অধ্যাপকের মধ্যে দ্বন্দ্বের কারণে দায়িত্বভার স্থগিত থাকে।
১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের শিক্ষকদের নিয়ে সভা করে এবং বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ১৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের পাঠানো আইনি নোটিশ পাওয়ার পর ড. পরিমল বালা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান এবং প্রশাসনের কাছে অব্যাহতির আবেদন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিএসই বিভাগে অধ্যাপক না থাকার কারণে আগে দুইজন শিক্ষক একাধিক মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এ সময় দায়িত্ব পালনে থাকা অধ্যাপক ড. নাসির উদ্দীন দুই মেয়াদ শেষে আবারও চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করলে নতুন পদোন্নতি পাওয়া শিক্ষকদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রথমে বিজ্ঞান অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হলেও নোটিশের কারণে তিনি দায়িত্ব নিতে অপারগতা জানান। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীনকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়।
জেএন/এইচকে