Logo

ক্যাম্পাস

কুবির বাস চালককে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭

কুবির বাস চালককে মারধরের ঘটনায় সিএনজি চালক আটক

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক কচি শেখকে মারধরের ঘটনায় সোহেল নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা শহরের পূবালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস পূবালী ব্যাংকের সামনে যানজটে আটকে যায়। সেখানে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা সিএনজি সরাতে বাসের হেলপার বারবার হর্ন বাজালে সিএনজি চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিএনজি চালক মারতে উদ্যত হলে বাস চালক কচি শেখ নেমে প্রতিহত করেন। তখন সিএনজি থেকে কাঠ নিয়ে তার মাথায় আঘাত করেন অভিযুক্ত সোহেল। এতে গুরুতর আহত হন কচি শেখ।

পরে তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএনজি চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের চালক সহজ-সরল প্রকৃতির মানুষ। সিএনজি চালক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তিনি প্রতিহত করতে যান। তখনই মাথায় আঘাত পান। তার চিকিৎসা চলছে। মামলা করার প্রক্রিয়াও হতে পারে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ‘আমরা সিএনজি চালককে আটক করেছি। আইনের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনা হবে।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর