চাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত স্টুডেন্ট ফ্রন্টের ৫ সদস্যের প্যানেল ঘোষণা

আব্দুল্লাহ আল নাঈম, চবি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০
-68ce51250209e.png)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও ক্যাম্পাসের বাইরে অবস্থিত হোস্টেল সংসদ নির্বাচনে অংশ নিতে পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত স্টুডেন্ট ফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘রেভ্যুলুশন ফর স্টেট অব হিউম্যানিটি’।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন কেফায়েত উল্লাহ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০২০-২১ শিক্ষাবর্ষ)। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী শাহরিয়ার উল্লাহ (নাট্যকলা বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ)।
যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন জোনায়েদ শিবলী (হিসাববিজ্ঞান বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ)। দপ্তর সম্পাদক পদে প্রার্থী তাহসীন কারিমুল ইসলাম (ফিন্যান্স বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ)।
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবিহা তাহসিন শ্রীজা (ইংরেজি বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ)।
এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে ঘোষিত প্যানেলের সংখ্যা দাঁড়ালো ১১।