Logo

ক্যাম্পাস

চবির আরবি বিভাগের নতুন চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

চবির আরবি বিভাগের নতুন চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন

অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আরবি বিভাগের অধ্যাপক ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। আগামী ৩ বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের আরবি বিভাগের এক শ্রেণিকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ছিলেন প্রফেসর ড. নেয়ামত উল্লাহ। তিনি সদ্য বিদায় নিয়ে দায়িত্ব হস্তান্তর করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদারের নিকট।

জানা গেছে, নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. গিয়াস উদ্দিন সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে দেশের বিভিন্ন ইসলামী ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী ব্যাংকিং ও অর্থনীতির অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বর্তমানে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ড. গিয়াস উদ্দিন তালুকদার একজন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, ভাষাবিদ, বিশিষ্ট আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব এবং গভীর পাণ্ডিত্যের অধিকারী মূলধারার ইসলামী স্কলার হিসেবে সর্বত্র সমাদৃত। প্রকৃত আলিমের গুণাবলি, প্রশস্ত হৃদয় ও দূরদর্শী নেতৃত্বের কারণে তিনি এক অনুকরণীয় ও ক্যারিশমাটিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

আব্দুল্লাহ আল নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর