ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডিআইইউ শাখার উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আয়োজকরা ক্যাম্পের সময়সীমা এক দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে আয়োজিত এই ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কনসালটেশন, ওষুধ বিতরণ, রক্তদান ও ব্লাড গ্রুপিংয়ের সুবিধা রাখা হয়। উপস্থিত ছিলেন একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন চর্মরোগ বিশেষজ্ঞ।
ইসলামী ছাত্রশিবির ডিআইইউ শাখার সভাপতি জানান, ১শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসের কারণে আগামীকালও (২২ সেপ্টেম্বর) ক্যাম্প চালানো হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ থাকবেন।’
মেডিকেল ক্যাম্প থেকে সেবা নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিদার আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায়ই এমন উদ্যোগ নেওয়া হয় না। ছাত্রশিবিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিনামূল্যে কনসালটেশন ও ওষুধ পাওয়া আমাদের জন্য বড় সুবিধা।’
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে আরও বেশি সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত থাকবে।
এমএইচএস


