Logo

ক্যাম্পাস

এবার চাকসুতেও প্রার্থী হলেন স্বামী-স্ত্রী

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

এবার চাকসুতেও প্রার্থী হলেন স্বামী-স্ত্রী

দীর্ঘ ৩৬ বছর পর আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন এক দম্পতি।

স্বামী ফরহাদুল ইসলাম ও স্ত্রী জাকিয়া সুলতানার একসঙ্গে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নজরে এসেছে সবার। ডাকসু, জাকসু ও রাকসুর পর এবার চাকসুতেও এর ধারাবাহিকতা বজায় থাকলো। অন্য বিশ্ববিদ্যালয়ের মতো চাকসুতে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ‘স্বামী-স্ত্রী একসঙ্গে চাকসুতে প্রার্থী’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী ও ভিপি পদপ্রার্থী ফরহাদুল ইসলাম। এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশের খবর-এর সঙ্গে।

অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে অংশ নেওয়া চাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী হিসেবে ফরহাদুল ইসলাম এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে স্ত্রী জাকিয়া সুলতানা ভোটের মাঠে লড়বেন।

চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী ফরহাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই প্যানেল থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে লড়ছেন তার স্ত্রী জাকিয়া সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা দুজনই কলা ও মানববিদ্যা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

শ্রেণীকক্ষ ও সংসার সামলানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে চান জাকিয়া সুলতানা। তিনি বাংলাদেশের খবরকে বলেন, ‘প্রথমত আমি একজন নারী। প্রথাগত পদ্ধতি থেকে বের হয়ে একজন নারী বিশ্ববিদ্যালয়ের মতো স্ট্যান্ডার্ড অবস্থানে শিক্ষার্থীদের জন্য কাজ করার সক্ষমতা রাখে, সেটি প্রমাণ করা।’

তিনি আরও বলেন, আমাদের সমকালীন সমাজ-সংস্কৃতিতে মেয়েদের নিয়ে একটি কথাও প্রায়ই শোনা যায়—‘এতো পড়াশোনা দিয়ে কি হবে, দিনশেষে তো রান্নাঘরে জীবন!’ এই বদ্ধমূল ধারণাকে মিথ্যা প্রমাণ করার জন্যই আমি দাঁড়িয়েছি। কারণ একজন নারীর জীবন রান্নাঘরে সীমাবদ্ধ নয়, এর বাইরে আরও বহু কাজ করতে পারেন নারী।

জাকিয়া সুলতানা বলেন, শিক্ষা জীবনের শুরু থেকে ক্লাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। শিক্ষার্থী ভাই-বোনদের জন্য সবসময় আন্তরিকতার সঙ্গে কাজ করতাম। বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত এখনও সেটিই করে আসছি।

তিনি আরও যোগ করেন, ‘আমি বিবাহিতা এবং সন্তানের মা। প্রচলিত সমাজব্যবস্থায় বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেই চ্যালেঞ্জের উত্তরণে আমার শিক্ষার্থী বোনদের পাশে দাঁড়িয়ে কাজ করার এটি একটি অনন্য সুযোগ। সেই ধারণা থেকে মনে হয়েছে, এখানেও আমি সফলভাবে দায়িত্ব পালন করতে পারব। তাই আশা করি শিক্ষার্থীদের পক্ষে দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে পারব।’

স্বামী-স্ত্রী একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে দাঁড়ানোর লড়াইয়ে অন্য কোথাও থেকে অনুপ্রেরণা পাননি উল্লেখ করে চাকসুতে ভিপি পদপ্রার্থী ফরহাদুল ইসলাম বলেন, ‘কোনো ডাকসু, জাকসু কিংবা রাকসু থেকে আমরা অনুপ্রাণিত নই, বরং শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সেবা করার জন্যই এখানে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘যেভাবে আমরা সংসার জীবনের যাবতীয় বিষয় একত্রে সামলাচ্ছি, সেভাবেই এখানে বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের পাশে থেকে তাদের জন্য ভালো কিছু করতে পারি— মুলত সেই প্রত্যাশা থেকেই এখানে অংশ নিচ্ছি।’

আব্দুল্লাহ আল নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর