Logo

ক্যাম্পাস

পেছাল চাকসু নির্বাচন

Icon

চবি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫

পেছাল চাকসু নির্বাচন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এসব তথ্য নিশ্চিত করেন ছাত্র সংসদ নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। 

অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এমন তথ্য জানায়।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচন কমিশন। এরপর আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • আব্দুল্লাহ আল নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর