মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনসহ ছাত্রশিবিরের ১০ দফা দাবি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২
-68d28c3ff0185.jpg)
ছবি : সংগৃহীত
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজ শাখার সভাপতি আরাফাত আহমদ ও সাধারণ সম্পাদক সুমন আহমদের স্বাক্ষরিত এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ‘হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ১৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর প্রাণের ঠিকানা এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করা জরুরি।’
শিবিরের ১০ দফা দাবির মধ্যে রয়েছে: জুলাই স্পিরিটে ‘জুলাই কর্নার’ ও ভবন নামকরণ, ছাত্রসংসদ নির্বাচন ও অফিস সংস্কার, নতুন আবাসিক হল নির্মাণ, নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান, নতুন বাস রুট চালু, নতুন অনার্স কোর্স চালু, শ্রেণিকক্ষ ও অডিটোরিয়াম সংস্কার ইত্যাদি।
পরে সংবাদ সম্মেলনে শিবির নেতারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। পাশাপাশি বৈষম্যহীন ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে তারা সহযোগিতা করবে বলেও জানান।
শিবিরের কলেজ শাখার সভাপতি আরাফাত আহমদ বলেন, ‘আমরা চাই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করুক।’
শাহরিয়ার শাকির/এআরএস