ভোটের কারণে ৭ দিন বন্ধ থাকবে চবির সকল পরীক্ষা

চবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭
---2025-09-23T200713-68d2a98ee35c9.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অর্থাৎ সাতদিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অধ্যাপক ফরিদুল হক জানান, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অধ্যাপক আরিফুল হক আরো বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। তাই প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- আব্দুল্লাহ আল নাঈম/এমআই