Logo

ক্যাম্পাস

বেরোবি ইতিহাস বিভাগে নেকাব বিতর্কে দুঃখপ্রকাশ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪

বেরোবি ইতিহাস বিভাগে নেকাব বিতর্কে দুঃখপ্রকাশ

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় নেকাব খুলতে বাধ্য করার ঘটনায় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগের প্রধান আরা তানজিয়ার সাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গত ২৩ সেপ্টেম্বর ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় হিজাব ও নিকাব সংক্রান্ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য আমরা বিভাগের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে পূর্বে এমন কোনো ঘটনার নজির নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব না পড়ার জন্য বিভাগের সকল সদস্য সর্বোচ্চ সতর্ক থাকবেন।’

জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভাগের ১৫তম আবর্তনের চূড়ান্ত মৌখিক পরীক্ষায় (ভাইভা) এক নারী শিক্ষার্থীকে বোর্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বহিরাগত সদস্য নুরুল কাইয়ুম নেকাব খুলতে বলেন। শিক্ষার্থী অস্বীকৃতি জানালে ভাইভা বোর্ডের আরেক সদস্য ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ তাকে ফেল করানোর হুমকি দেন, এমন অভিযোগ ওঠে।

এই বিষয়ে বোর্ডের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘তেমন কিছুই হয়নি। ওই শিক্ষার্থীকে নেকাব খুলতে বলা হয়েছিল; পরে না খোলায় এভাবেই ভাইভা নেওয়া হয়।’

অন্যদিকে, সহকারী অধ্যাপক মো. ইউসুফ বলেন, ‘আমি কাউকে কোনো হুমকি দিইনি। মার্ক আমি দিইনি, এটি এক্সটার্নাল শিক্ষক দেন। আমাকে শুধু সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

গাজী আজম হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর